English

20 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

বিয়ে শেষে বর-কনের গায়ে থুতু ছিটানোই যাদের রীতি

- Advertisements -

হাজারটা রীতি মেনেই বিয়ের অনুষ্ঠান শেষ হয়। আমাদের দেশে তো বটেই সামাজিক এই উৎসব নিয়ে পুরো বিশ্বেই আছে নানান সংস্কৃতি। হলুদ, মেহেদি, বিয়ে, বৌভাত কত আয়োজন এক বিয়েকে কেন্দ্র করে। আত্মীয়-স্বজনে বাড়ি গমগম করে বাঙালি বিয়েতে।

বিয়ে সবার জীবনে গুরুত্বপূর্ণ একটি দিন। শুধু বর কনেই নয় দুটি পরিবারের মিল বন্ধনের মাধ্যম বিয়ে। তবে এই দিনটিকে নিয়ে বিশ্বের নানা দেশে রয়েছে নানান রীতিনীতি, যা নতুন দম্পতির জন্য সৌভাগ্য বয়ে আনবে বলেই মনে করেন বেশিরভাগ মানুষ। তবে এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি কোথাও নেই।

এমনই কয়েকটি দেশের বিয়ের বিচিত্র রীতি নিয়েই আজকের আয়োজন। গ্রীসে বর বিয়ের দিন সকালে হয়ে যান নাপিত। বাড়ির সব আত্মীয় এবং বন্ধুদের শেভ করে দিতে হয় তাকে। গ্রীকরা বিশ্বাস করেন এই কাজ করা শুভ। বরের সবার শেভ করানো হয়ে গেলে নিজে আবার দাড়ি শেভ করে নেয়। এরপর নিয়ম হচ্ছে নতুন শাশুড়ি বরকে মধু এবং বাদাম খাওয়াবেন।

এছাড়াও নানান রীতি পালন করেন গ্রিকরা। বিয়ের তারিখ নিয়েও রয়েছে তাদের বিশেষ সংস্কৃতি। বছরের যে কোনো দিন বা মাসে তারা বিয়ে করতে পারেন না। কেবল জানুয়ারি এবং জুনেই বিয়ে করেন এই দেশের মানুষ। এছাড়াও বর-কনের বাসর ঘরের বিছানা সাজানোরও রয়েছে বিশেষ নিয়ম। তারা মনে করেন বিছানা সাজানোর নিয়মের উপর নির্ভর করে নবদম্পতির প্রথম সন্তান ছেলে নাকি মেয়ে হবে।

তবে সবচেয়ে মজার রীতি হচ্ছে, গ্রিকরা বিয়ে শেষে বর-কনের শরীরে থুতু ফেলেন। এটিকে তারা সৌভাগ্যের প্রতীক মনে করে। যদিও এখন থুতু ছেটান না তারা, মুখ থেকে থুতু দেওয়ার মতো ভঙ্গি করেন মাত্র। তবে এই রীতি শুধু গ্রিকরাই নন পালন করেন আরও অনেক জাতি। যেমন- কেনিয়ার এক উপজাতি বিয়ের দিন কনের গায়ে থুতু ছেটান। তবে এই কাজটি করেন মেয়ের বাবা। তিনি মেয়ের মাথায় এবং স্তনে থুতু ছিটিয়ে আশির্বাদ করেন।

আরও একটি জিনিসকে গ্রিকরা সৌভাগ্যের প্রতীক মনে করেন, সেটি হচ্ছে চিনির তৈরি বল। বিয়ের দিন বরের পকেটে থাকে চিনির বল। বিয়ের পর বর-কনে একটি কাপ থেকে ওয়াইন পান করেন। মনে করা হয় এতে তাদের সম্পর্ক আরও মজবুত হবে।

গ্রিকরা বিয়েতে বিজোড় সংখ্যক অতিথিকে দাওয়াত করেন। সেই সঙ্গে বিজোড় সংখ্যক পরচারিকাও রাখেন ঘরে। তারা জোড় সংখ্যাকে মনে কনে করেন বর-কনের দুর্ভাগ্য বয়ে আনবে। এজন্য বিয়ের আয়োজনের সব কিছুই থাকে বিজোড় সংখ্যায়। পুরো বিয়ের ভেন্যু সাজানো হয় মোমবাতি দিয়ে। কারণ আগুনকে গ্রিকরা সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন