ইতালির সিসিলি দ্বীপের একটি ছোট গ্রাম সেন্তুরিপে। পাহাড় ঘেরা এই গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে ২ হাজার ৪০০ ফুট উপরে। একে বলা হয় ‘সিসিলির ব্যালকনি’।
সম্প্রতি একটি অদ্ভুত কারণে আলোচনায় এসেছে এই গ্রাম। কারণ এটি অনেকটাই মানুষের আকৃতির। গুগল ম্যাপে গ্রামটির এই আকৃতির বিষয়টি প্রথম লক্ষ্য করেন পিও আন্দ্রেয়া পেরি। ৩২ বছর বয়সী পিও একজন ড্রোন স্ন্যাপার। বিষয়টি চোখে পড়ার পরই ৪০ মাইল ওপরে তার ড্রোন উড়িয়ে দেন তিনি। এরপর যতটুকু সম্ভব ছবি তোলেন।
ছবি তোলার পর ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তা পোস্ট করেন পিও আন্দ্রেয়া। মানুষের পাশাপাশি অনেকেই এই গ্রামের আকৃতি আকাশের তারা, পাখি, এমনকি লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্মের সঙ্গে তুলনা করেছেন।
এটি নজরে আসার পর অবাক হয়েছেন নেটিজেনরা। আবার কেউ কেউ ধারণা করেছেন কারসাজি করে এই আকৃতি দিয়েছেন পিও। যদিও পরবর্তী সময়ে নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন।