ঢাকা, ২৫ মার্চ ২০২৫ – বাংলাদেশের ফ্যাশন জগতে নতুন সংযোজন “নতুনধারা লাইফস্টাইল”, যা ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে উচ্চমানের পোশাক ও আনুষঙ্গিক পণ্যের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে।
ব্র্যান্ডটির উদ্বোধন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মি. ইলিয়াস কাঞ্চন এবং ভাইস-চেয়ারম্যান মি. লিটন এরশাদ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। নতুনধারা লাইফস্টাইল-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ টি. রহমান সৌজন্য সাক্ষাৎ এর জন্য কাকরাইল এ অবস্থিত নিরাপদ সড়ক চাই-এর প্রধান অফিসে উপস্থিত হয়ে ব্র্যান্ডটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
নতুনধারা লাইফস্টাইল-এর লক্ষ্য পারিবারিক, সামাজিক ও নৈতিক ঐতিহ্যকে সংরক্ষণ করা, একই সঙ্গে পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ ঘটিয়ে এই দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত ও সংরক্ষণ করা। ব্র্যান্ডটি উচ্চমানের পোশাক ও আনুষঙ্গিক পণ্যের মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও রুচির প্রকাশ ঘটাতে চায়, যা আধুনিক ফ্যাশনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

সাক্ষাৎকারে সকলে নতুনধারা লাইফস্টাইল-এর সাফল্য কামনা করেন এবং এই প্রয়াসকে সাধুবাদ জানান। “নিরাপদ ফ্যাশন, নিরাপদ ভবিষ্যৎ”—এই ভাবনা নিয়েই নতুনধারার পথচলা শুরু হলো।
ব্র্যান্ডটি শিগগিরই তাদের অনলাইন প্ল্যাটফর্মে নতুন কালেকশন উন্মচনের প্রস্তুতি নিচ্ছে, যা ফ্যাশনপ্রেমীদের জন্য এক নতুন দিগন্তের সন্ধান দেবে।
ওয়েবসাইটঃ notundhara.com
ফেসবুকঃ facebook.com/notundhara.bd