৭৫ কেজি ওজনের বিশাল এক তেলিয়া ভোলা মাছ ধরে পড়েছে একদল জেলের জালে।
বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার সুন্দরবন নদীতে পাঁচ জেলে গিয়েছিলেন মাছ ধরতে। তাদের জালেই ধরা পড়ে সাত ফুট লম্বা মাছটি।
মাছটি স্থানীয় বাজারে নিয়ে যাওয়ার পর এর দাম ওঠে ৩৬ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ টাকারও বেশি)। অর্থাৎ প্রতি কেজি মাছ বিক্রি হয় সাড়ে ৪৯ হাজার রুপিতে।
এ ব্যাপারে জেলে বর্মন জানান, দীর্ঘদিন ধরে তিনি মাছ ধরছেন। প্রতিবছর তার জালে তেলিয়া ভোলা মাছ ধরাও পড়ে। তবে এবারই প্রথম এতো বড় মাছ উঠল তার জালে।
ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলিয়া ভোলার শরীরের নানা অংশের কদর আছে। তাই চড়া দামে বিক্রি হয় এই মাছ।
মাছটি স্থানীয় বাজারে নিয়ে যাওয়ার পর এর দাম ওঠে ৩৬ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ টাকারও বেশি)। অর্থাৎ প্রতি কেজি মাছ বিক্রি হয় সাড়ে ৪৯ হাজার রুপিতে।
এ ব্যাপারে জেলে বর্মন জানান, দীর্ঘদিন ধরে তিনি মাছ ধরছেন। প্রতিবছর তার জালে তেলিয়া ভোলা মাছ ধরাও পড়ে। তবে এবারই প্রথম এতো বড় মাছ উঠল তার জালে।
ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলিয়া ভোলার শরীরের নানা অংশের কদর আছে। তাই চড়া দামে বিক্রি হয় এই মাছ।