গৃহপালিত প্রাণী হিসেবে বিড়াল কিংবা কুকুর বেশ জনপ্রিয়। কিন্তু বনের রাজা সিংহ যে পোষ মানতে পারে এবং ঠিক বিড়ালের মতোই কোলে উঠতে পারে তা হয়তো চোখে দেখেও বিশ্বাস করা কঠিন হতে পারে অনেকের জন্য।
তবে বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। সেখানে সিংহকে কোলে নিয়ে এক তরুণীর রাস্তায় পার হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মিডল ইস্ট মনিটর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, একটি আবাসিক এলাকার একটি বাড়ি থেকে সিংহটি পালিয়ে যায়। সিংহটিকে মুক্ত অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিংহটির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় পরিবেশ বিষয়ক পুলিশকে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়।
তবে পুলিশ আসার আগেই ওই তরুণী সিংহটিকে ধরে ফেলতে সক্ষম হয়।
অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হিজাব পরা এক তরুণী সিংহটিকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছেন। সিংহটিকে বেশ রাগান্বিত এবং উত্তেজিত মনে হচ্ছিল। সে ওই তরুণীর কোলে পা ছুড়ছিল। তরুণীটিকেও বেশ অপ্রস্তুত মনে হচ্ছিল।
কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিংহটি ওই তরুণী আর তার বাবার পোষ্য। এই কারণেই তারা বিশাল এই প্রাণীটিকে ধরতে সক্ষম হন।
সিংহটি যে ওই তরুণী আর তার বাবার পোষ্য, তা পরিবেশ বিষয়ক পুলিশও নিশ্চিত করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখা হয়েছে ২৯ লাখের বেশিবার।
অনেকেই সিংহকে এভাবে কোলে করা দেখে অবাক হয়েছেন। আবার অনেকেই মন্তব্য করেছেন, বিশাল সিংহটির আচরণ একদম পোষা বিড়ালের মতো।
hate when this happens pic.twitter.com/laYa0FtSsI
— Dylan Burns 🇺🇦🏳️🌈 (@DylanBurns1776) January 3, 2022