সব তথ্য-প্রতিবেদন যদি ঠিক থাকে, তাহলে বিশ্বের সবচেয়ে বড় নাকওয়ালা মানুষ ছিলেন আঠারো শতকের সার্কাসশিল্পী থমাস ওয়েডার্স।
মঙ্গলবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় নাকওয়ালা মানুষ হচ্ছেন থমাস ওয়েডার্স। তিনি আঠারো শতকে ব্রিটিশ সার্কাস পারফর্মার ছিলেন। তার নাকের দৈর্ঘ্য ছিল প্রায় সাড়ে ৭ ইঞ্চি (১৯ সেন্টিমিটার)।
হিস্টোরিক ভিডস নামের একটি টুইটার পেজ শনিবার (১২ নভেম্বর) থমাসের কথা প্রকাশ করে। সঙ্গে রিপলি’স বিলিভ ইট অর নট মিউজিয়ামে মোম দিয়ে তৈরি তার মাথার একটি ছবি জুড়ে দেয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট অনুযায়ী, থমাস ‘ট্রাভেলিং ফ্রিক সার্কাস’ দলের সদস্য ছিলেন। টুইটটিতে প্রায় ১ লাখ ২০ হাজার ব্যবহারকারী লাইক দিয়েছেন এবং ৭ হাজার ২০০ জনের বেশি রিটুইট করেছেন।
এদিকে, জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা নাকের অধিকারী ব্যক্তির নাম মেহমেত অজিউরেক। তিনি তুরস্কের নাগরিক। তার নাক ৩.৪৬ মিটার (৮.৮ সেন্টিমিটার)।