শরীরে ট্যাটু এঁকে নিতে অনেকেই পছন্দ করেন। আবার অনেকের শরীরের বিভিন্ন অংশে ট্যাটুু করান। তবে কারো শরীরে ৮৪৮টি ট্যাটু দেখলে কেমন লাগবে?
এমনই কাণ্ড ঘটিয়েছেন ম্যাট গন নামে এক ব্যক্তি। তাঁর শরীরে ৮৪৮টির বেশি বর্গাকৃতির ট্যাটু রয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম উঠেছে ম্যাট গন-এর।
ম্যাট গন মার্কিন নাগরিক। ২০১৪ সালের জুলাই মাসে তাঁর নাম গিনেস বুকে ওঠে। তখন তাঁর শরীরে ৮৪৮টি রঙ-বেরঙের বর্গাকৃতির ট্যাটু ছিল।
গিনেস-এর ওয়েবসাইটে বলা হয়েছে, একজনের শরীরে এত বেশি বর্গাকৃতির ট্যাটু ম্যাট ছাড়া আর কারো নেই। ওই সময় ইতালির মিলানে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি তাঁর ট্যাটু প্রদর্শন করেন। ম্যাটের রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি।
সম্প্রতি গিনেস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে ম্যাটকে নিয়ে একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ২০১৪ সালের পর ম্যাট তাঁর শরীরে আরও ২০ থেকে ৩০টি বর্গাকৃতির ট্যাটু করিয়েছেন । কয়েকটি দেশের পতাকা ট্যাটু হিসেবে শরীরে আঁকিয়েছেন তিনি।