English

21 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

মৃত্যুর পর ছোট পাথরে পরিণত ১৫ মাসের শিশু!

- Advertisements -

মাত্র ১৫ মাস বয়সে কন্যা সন্তানকে হারান মার্কিন দম্পতি কাইলি এবং জেক ম্যাসি। এক বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাদের ছোট্ট সন্তান পপির। তবে মেয়েকে হারালেও তার অস্তিত্ব ধরে রাখার বিশেষ উপায় খুঁজে পেয়েছেন সন্তান-হারা এই দম্পতি। মেয়ের মৃত্যুর পর তাকে পাথরে পরিণত করে নিজেদের কাছে ধরে রাখলেন তারা। শুনতে অবিশ্বাস্য লাগছে? বাস্তবে এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের আইডাহোতে। গত বছরের এপ্রিলে মারা যায় আইডাহোর বাসিন্দা কাইলি এবং জ্যাক ম্যাসির ১৫ মাসের সন্তান পপি।

তাদের মেয়ে ‘টিবিসিডি’ নামক এক বিরল জেনেটিক রোগে আক্রান্ত হয়েছিল। পপির যখন ৯ মাস বয়সে তখন সে এই রোগে আক্রান্ত হয়। যদিও জন্মানোর সময় পপি একেবারে সুস্থ ছিলেন বলে জানিয়েছেন কাইলি। পপির যখন ৪ মাস বয়স, তখন মার্কিন দম্পতি লক্ষ্য করেন, তাদের সন্তানের দৃষ্টিশক্তি ঠিকমতো বিকশিত হচ্ছে না। তারপর তারা বেশ কয়েকজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন।

কিন্তু কোনও সুরাহা না হওয়ায় চিকিৎসকের পরামর্শেই পপির এমআরআই করান তারা। পপির এমআরআই রিপোর্টে দেখা যায়, তার মস্তিষ্কের মাঝখানের অংশ কর্পাস ক্যালোসাম ঠিকমতো বিকশিত হয়নি। এরপর ৫ মাস বয়সে পপির টিবিসিডি নামক বিরল রোগ ধরা পড়ে। মৃত্যুর কয়েকদিন আগে পপির শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা পপির ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ে।

হাসপাতালে কয়েকদিন ভর্তি থাকার পর পপির মৃত্যু হয়। মেয়ের মৃত্যু হলেও তাকে ছাড়তে পারছিলেন না কাইলি ও জ্যাক ম্যাসি। তারা পপির শেষকৃত্য করলেও তার দেহাবশেষ বাড়িতে রাখতে চেয়েছিলেন। সেই সময়ে তারা একটি সংস্থার খোঁজ পান, যেখানে দেহাবশেষ থেকে সুন্দর পাথর তৈরি করা যায়। ওই সংস্থার ক্যাটলগে লেখা ছিল, ছাই থেকেও সুন্দর পাথর তৈরি করা যেতে পারে, যাকে বিভাজন পাথর বলা হয়।

অনিচ্ছা ও কিছুটা সংশয় নিয়েই শেষ পর্যন্ত সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন ওই মার্কিন দম্পতি। পপির মৃত্যুর কয়েক মাস পর ওই মার্কিন দম্পতির বাড়িতে হাতে লেখা একটি নোট এবং একটি সুন্দর বাক্স আসে। যা দেখে হতবাক হয়ে যান কাইলি ও জ্যাক। নোটটিতে লেখা ছিল, ‘আপনার মেয়েকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’ এরপর বাক্সটি খুলতে দেখা যায়, তার ভিতরে ১৩-১৪টি ছোট সাদা রঙের পাথর ছিল, যা দেখতে খুব সুন্দর। এগুলোই পপির দেহাবশেষ থেকে তৈরি পাথর। যেটা দেখে তাদের মনে হয়, তাদের মেয়ে সব সময়ে বাড়িতে রয়েছে। এমনকি তারা কোথাও বেড়াতে গেলেও ওই পাথরগুলো সঙ্গে নিয়ে যান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন