মানুষের মতোই ভাবতে পারে একটি গাছ। কিন্তু সেটা আবার হয় নাকি? কারণ গাছ আবার ভাবতে পারে নাকি? আর ভাবতে পারলেও সেটা আবার জানা যায় নাকি? এমনই অনেক প্রশ্ন হয়তো আপনার মাথাতে ভিড় করছে। তপবে সত্যিই ইতালিতে এমন একটি গাছ আছে যাকে ‘Thinking Tree’ বলা হয়। কারণ এই গাছ মানুষের মতোই ভাবতে পারে।
গাছটি কিন্তু মোটেও মানুষের মতো ভাবনা-চিন্তা করতে সমর্থ নয়। তবে গাছটির আকার এমন যেন দেখে মনে হবে কেউ বসে গভীর চিন্তাভাবনা করছে। দক্ষিণ ইতালির পাগলিয়াতে এই গাছটি রয়েছে। পর্যটকদের কাছে যা আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেকেই শুধুমাত্র গাছটিকে দেখতে আসেন।
স্থানীয়দের দাবি, গাছটির বয়স দুইহাজার সালেরও বেশি। আদলে সেটি বহু প্রাচীন ‘olive tree’। বহু বছর ধরেই দেশ-বিদেশের পর্যটকরা এই গাছটিকে দেখতে আসেন। ছবি তোলেন। তারপর ভাবেন, সত্যিই কি এই গাছ ভাবতে বসেছে। দূর থেকে এই গাছটিকে দেখলে মনে হবে, যেন বিশালাকার কোনও মানুষ গভীর চিন্তায় মগ্ন। গাছটির ডালপালা, পাতা এমনভাবে বিস্তার হয়েছে যেন সেগুলো কোনও মানুষে মাথার চুল। আর গাছটি গালে হাত দিয়ে ভাবছে।