বিয়ের সব আয়োজন ছিল পরিপূর্ণ। পোশাকসহ সব কিছু ছিল বলিউডের আদলে। বিয়েও সম্পন্ন হয়। তবে সব কিছুই ছিল ভাইরাল হওয়ার নেশায়।
এমন ভুয়া বিয়ের আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে লাহোর বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিয়ের আয়োজন এমনভাবে সাজানো হয়েছে যে এর নাম দেওয়া হয়েছে ‘বলিউড দিবস’।
কেউ বুঝতেই পারেনি এ বিয়ের আয়োজন সত্যি নয়। মূলত ওই বিভাগে দুজন সিনিয়রকে বর-কনে সাজিয়ে এ বিয়ের আয়োজন করা হয়। বলিউড সিনেমার বিয়ের আয়োজনে যে ধরনের পোশাক পরা হয় এ বিয়েতে আগতরা সে ধরনের পোশাক পরিধান করেন। তাদের এ বিয়ের আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।