রায়ান লুইস নামে ২২ বছর বয়সী এক যুবক গত ছয় মাসে চারটি চাকরি খুয়েছেন। চাকরি হারানোর পেছনে যে কারণ রয়েছে তা একেবারেই ব্যতিক্রমও বটে। ইংল্যান্ডের শেফিল্ডের এই যুবক ‘সাইক্লিক ভমিটিং সিনড্রোম’ রোগে আক্রান্ত। যার কারণে ঘন ঘন বমি হয় তার।
জানা গেছে, রায়ান গত ছয় মাস ধরে কিচেন পর্টার, বিক্রয় কর্মী, কাস্টমার সার্ভিসে ও একটি রেস্টুরেন্টের চাকরি ধরে রাখার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু সেটি সম্ভব হয়নি।