English

27 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

বউ চাই, বউ! পাত্রীর দাবিতে বর সেজে প্রতিবাদ

- Advertisements -

বউ চাই, বউ! এই দাবি তুলেই রীতিমতো বরের বেশে ঘোড়ায় চড়ে জেলা প্রশাসকের কাছে গেলেন ভারতের মহারাষ্ট্রের ৫০ জন অবিবাহিত যুবক।

বৃহস্পতিবার রাজ্যের শোলাপুরে মাথায় পাগড়ি পরে ঘোড়া নিয়ে মিছিল করতে দেখা যায় একদল যুবককে। মিছিলের সামনে রয়েছে একটি বড় ব্যানার। সেখানে লেখা ‘বরকনে জোট’।

পরে অবশ্যে জানা গেছে, এ সবই প্রতীকী প্রতিবাদ জানানোর উদ্দেশে।

উল্লেখ্য, মহারাষ্ট্রে নারী-পুরুষ লিঙ্গ অনুপাতের ব্যবধান ক্রমশ বাড়ছে। প্রতিবাদকারীদের অভিযোগ, এমন লিঙ্গ অসাম্য চলতে থাকলে পরে অবিবাহিত পুরুষরা বিয়ে করার জন্য কোনো মেয়ে পাবেন না। সে বিষয়টি মাথায় রেখেই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই অভিনব পথ বেছে নিয়েছেন তারা।

ভারতের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে মহারাষ্ট্রে প্রতি এক হাজার জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ৯২০ জন।

প্রতিবাদকারীদের দাবি, শিশু জন্মের আগে তার লিঙ্গ পরীক্ষার যাবতীয় ব্যবস্থা আইন করে নিষিদ্ধ করতে হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন