English

18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

পুলিশ নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি

- Advertisements -

ভারতের উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে অভিনেত্রী সানি লিওনের নামসহ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরই মধ্যে পুলিশের সাইবার টিম বিষয়টি নিয়ে তদন্ত করছে।

অ্যাডমিট কার্ডে বরাদ্দ পরীক্ষা কেন্দ্রটি ছিল কনৌজের তিরওয়ার শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। গত ১৭ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে, সেটি উত্তরপ্রদেশের মাহোবার এক বাসিন্দার। রেজিস্ট্রেশন ফর্মে দেওয়া ঠিকানাটি মুম্বাইয়ের।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিন কোনো পরীক্ষার্থী ওই নির্দিষ্ট অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে আসেনি।

পুলিশ জানিয়েছে, অ্যাডমিট কার্ডটি ভুয়া। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন সানি লিওনের ছবি আপলোড করা হয়েছিল। পুলিশের সাইবার সেল বিষয়টি তদন্ত করছে।

উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে। উত্তরপ্রদেশের সব জেলায় দুই শিফটে দুদিনের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রগুলোতে সুরক্ষা বাড়ানো হয়েছে।

রাজ্য পুলিশের ডিজি প্রশান্ত কুমার জানান, পরীক্ষার সময় অসৎ উপায় অবলম্বনের পরিকল্পনার অভিযোগে শনিবার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন