পৃথিবীতে সুন্দর থাকার জন্য মানুষ কত কিছুই না করে। বিশেষ করে বেশিরভাগ মেয়েদের রূপচর্চার আয়োজনের কোন কমতি থাকে না। তবে সাম্প্রতিক প্রকাশিত এক খবরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে নেটদুনিয়ায়।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মার্কিন এক তরুণী ত্বক সুন্দর রাখার জন্য প্রতিনিয়ত নিজের পোষা কুকুরের মূত্র পান করে।
ওই তরুণীর দাবি, প্রতিনিয়ত কুকুরের মূত্র পানে শুধু ত্বক সুন্দর রাখে না, মুখে কোন ব্রণও উঠে না।
লীনা নামের ওই তরুণী জানান, তিনি প্রতিনিয়ত তার পোষা কুকুরের মূত্র পান করেন। তার দাবি, কুকুরের মূত্রে ভিটামিন এ, বি, ই এবং ক্যালসিয়াম আছে।
এই তরুণীর আরও তাজ্জব দাবি, প্রতিনিয়ত কুকুরের মূত্রপানে ক্যানসারের হাত থেকেও রক্ষা পাওয়া যায়।
লীলা জানান, প্রথম যেদিন তিনি কুকুরের মূত্র পান করেন তার অন্যরকম লেগেছিল। এই তরুণীর দাবি, কিছু সপ্তাহ আগে তার মুখে অনেক ব্রণ ছিল কিন্তু কুকুরের মূত্র খাওয়ার পর আর নেই।