হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মতো ছবি প্রকাশ করে ভাইরাল হন সাহার তাবার। ছবিগুলো দিয়ে বিশ্ব গণমাধ্যমে খবরও প্রকাশ করা হয়েছিল। বলা হয়েছিল, প্লাস্টিক সার্জারি করে অ্যাঞ্জেলিনা জোলির মতো চেহারা পেতে চেয়েছিলেন সাহার তাবার। এর ফলে অদ্ভুত চেহারা হয়েছে তার। তবে সম্প্রতি সাহার জানিয়েছেন, ছবিগুলো এডিট করা।
দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ২০১৯ সালে সাহারের ১০ বছর জেল হয়েছিল। তবে ১৪ মাস পর মুক্তি পেয়েছেন তিনি। জেল থেকে বের হয়ে ইরানের টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। এর মাধ্যমে তার আসল চেহারা প্রকাশ্যে এসেছে।
সাক্ষাৎকারে তেহরানের বাসিন্দা ২১ বছর বয়সী সাহারের আসল নাম ফাতেমেহ খিশভান্দ। তিনি জানান, তিনি সৌন্দর্য বৃদ্ধিতে সার্জারির সাহায্য নিয়েছিলেন। তবে যে ছবিগুলো ভাইরাল হয়েছিল তা তিনি কম্পিউটারের সাহায্যে ফটোশপ করেছিলেন। তিনি দ্রুত খ্যাতি পেতে চেয়েছিলেন। তবে নিজের কাজের জন্য তিনি এখন অনুতপ্ত।