English

21 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড: এক মিনিটে ৪০৩ ঘুষি!

- Advertisements -

ইউসুফ ইমানি এক মিনিটে ৪০৩টি ফুল এক্সটেনশন পাঞ্চ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন। ইরানের তেহরানের বাসিন্দা ইউসুফ একজন প্রফেশনাল বক্সার।

২০২১ সালের ৭ জুন তিনি এই রেকর্ডটি করেন। বক্সিং করতে করতে একসময় হাতের গতির আবিষ্কার করেন। তখন এই বিষয়টি তিনি তার কোচকে জানান। এরপর থেকে ইউসুফ এখন দ্রুততম পাঞ্চিংয়ের অনুশীলন করেন।

এমনকি অন্যদেরও প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান জিমে। ইউসুফ বলেন, তিনি আমি ধৈর্য, শক্তি এবং গতির প্রশিক্ষণ দেন অন্যদের।

ইউসুফের আগে স্লোভাক ক্রীড়াবিদ এক মিনিটে ৩৩৪টি ঘুষি মেরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন। তার থেকে ৬৯টি বেশি ঘুষি মেরে এই রেকর্ড ভাঙেন ইউসুফ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

রাভিনাকন্যা রাশার ক্রাশ কে?

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন