গলায় মাছের কাটা আটকে যাওয়া খুব সাধারণ সমস্যা। অনেকেই জীবনে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। কিন্তু গলায় আস্ত মাছ আটকে যাওয়ার ঘটনা বিরল। সম্প্রতি এ রকম ঘটনায় বিস্মিত হয়েছেন কলম্বিয়ার চিকিৎসকরা। তারা এক যুবকের গলায় আটকে থাকা ৭ ইঞ্চি লম্বা মাছ বের করেছেন। সুস্থও রয়েছেন ২৪ বছরের ওই যুবক।
ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। কলম্বিয়ার উত্তরে অবস্থিত পিভজাই শহরের একটি হ্রদে মাছ ধরতে গিয়েছিলেন। একটি মাছ ধরে তোলার পরই তার ছিপে আটকায় আরও একটি মাছ। দ্বিতীয় মাছটিকে হাতছাড়া করতে চাননি তিনি। পানি থেকে তোলা প্রথম মাছটিকে নিজের মুখে চেপে ধরেন এবং দ্বিতীয় মাছটিকে পানি থেকে ডাঙায় তুলতে উদ্যত হন। এই করতে গিয়েই তার গলায় আটকে গিয়েছিল ৭ ইঞ্চি লম্বা মাছটি।
সেই অবস্থাতে নিজেই হাসপাতালে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু চিকিৎসকদের বলতে পারছিলেন না কী অসুবিধা হচ্ছে তাঁর। কারণ গলায় বিঁধেছিল মাছ। চিকিৎসকরা স্ক্যান করে গোটা বিষয়টি দেখেন। তারপর অস্ত্রোপচার করে বের করেন আটকে থাকা মাছকে।
গলা থেকে মাছ বের করার ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা দেখে চমকে উঠছেন নেটিজেনরা।