উত্তর অস্ট্রেলিয়ার রেইনফরেস্টে একটি বিশাল আকারের ব্যাঙ খুঁজে পেয়েছেন বনকর্মীরা। ব্যাঙটির আকার-আকৃতি এতটাই বড় যে বন্যপ্রাণী কর্মকর্তারা এটিকে প্রথমে নকল বলে মনে করেন। এই টোড প্রজাতির ব্যাঙটিকে ‘টোডজিলা’ বলা হয়।
কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান বিভাগ শুক্ৰবার (২০ জানুয়ারি) জানিয়েছে, বড় আকারের ব্যাঙটি সাধারণ ব্যাঙের থেকে ছয় গুণ বড় এবং এটির ওজন দুই কেজি সাতশ গ্রাম। বনকর্মীরা মনে করছেন এটি বিশ্বরেকর্ড ভাঙতে পারে।