অজ্ঞান হয়ে স্টেশনে চলন্ত ট্রেনের নিচে পড়েছিলেন এক নারী। এর পরেও আশ্চর্যজনকভাবে বেঁচে যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এ ঘটনা ঘটেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের ইনডিপেনডেন্স স্টেশনে।
এই ঘটনার সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, ওই নারীর নাম ক্যান্ডেলা। তিনি অজ্ঞান হওয়ার আগে হোঁচট খেয়ে দুটি বগির মধ্যে পড়ে যান। গত ২৯ মার্চ এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ওই নারী একটি আর্জেন্টিনিয়ান টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমি জানি না এখনো কীভাবে বেঁচে আছি। আমি এখনো এটি বোঝার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘হঠাৎ রক্তচাপ কমে গিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আমি আমার সামনের লোকটিকে সতর্ক করার চেষ্টা করেছি, কিন্তু আর কিছু মনে নেই।’
দুর্ঘটনার পর বুয়েনস আয়ার্সের হাসপাতালে নেওয়া হয় ক্যান্ডেলাকে। সেখানে চিকিৎসক জানান, তিনি বিপদমুক্ত রয়েছেন।
https://twitter.com/i/status/1516535733044973575