৮৫ বছর পাহাড়ে বরফে আচ্ছাদিত ছিল ক্যামেরা। অবশেষে তা খুঁজে পাওয়া গেছে। বিরূপ আবহাওয়ার মধ্যে পড়ে সঙ্গে থাকা জিনিসপত্রের ওজন কমাতে ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র ফেলে এসেছিলেন ব্র্যাডফোর্ড ওয়াশবার্ন। কানাডিয়ান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এএফপি জানিয়েছে, ব্র্যাডফোর্ড ওয়াশবার্ন যুক্তরাষ্ট্রে বিখ্যাত আলোকচিত্রী, পর্বতারোহী, মানচিত্রকার। তিনি ম্যাসাচুসেটসের বোস্টন সায়েন্স মিউজিয়ামের প্রতিষ্ঠাতা পরিচালক। ১৯৩৭ সালে সেসময় কানাডার তৃতীয় বৃহত্তম শৃঙ্গ মাউন্ট লুসানিয়ায় (৫,২২৬ মিটার) আরোহণের চেষ্টা করছিলেন। কিন্তু বিরূপ আবহাওয়ার মধ্যে পড়ে তিনি ক্যামেরাসহ পর্বতারোহণের বিভিন্ন সরঞ্জাম ফেলে এসেছিলেন। ২০০৭ সালে ৯৬ বছর বয়সে মারা যান ব্র্যাডফোর্ড ওয়াশবার্ন।
পার্কস কানাডা তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, তিনজন অ্যাথলেট অভিযান পরিচালনা করার সময় ওই ক্যামেরা খুঁজে পান।