ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর ইউনিয়নের বহরামপুর গ্রামে ৬ শিংয়ের গরুর দেখা মিলেছে।
বুধবার (২৫ জানুয়ারি) সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।
জানা যায়, সাধারণত একটি গরুর দুটি শিং থাকে। কিন্তু বহরামপুর গ্রামে সন্ধান মিলেছে ৬ শিংওয়ালা গরুর। এ অস্বাভাবিক ও বিরল ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গরুর মালিক মোশারফ হোসেন জানান, বেশ কয়েক বছর ধরে আমি গরু পালন করছি। এমন বাছুর আগে কখনও দেখিনি। প্রায় দুই বছর আগে এই গরুটির জন্ম হয়েছে। শুরুতে বাছুরটি স্বাভাবিক গরুর মতোই ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিংও বাড়তে থাকে।
তিনি আরও জানান, জন্মের প্রায় ছয় মাস পর দেখা যায় আরও দুটি সিং উঠেছে। পরে এর কয়েক মাস পর দেখা যায় আরও দুটি সিং হয়েছে। এখন গরুটির মাথায় ছয়টি শিং। আমার মনে হয় আরও শিং গজাতে পারে।
কোটচাঁদপুর প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, এই খবরটি আমি শুনেছি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গরুর ছবিটি দেখেছি।
উদাহরণ হিসেবে তিনি জানান, এটি জন্মগত হতে পারে। যেমন মানুষের হাতে-পায়ে বাড়তি আঙুল গজায়। তবে এটি একটা বিশেষ গরু। এখন পর্যন্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই।