নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার শক্তিশালী মানব ৩৩ বছর বয়সী এই বডিবিল্ডার জর্ডান ‘বিগি’ স্টিফেনস। ২০ টন ওজনের একটি ক্রেন দড়ি ধরে মাটিতে বসেই ১৬ দশমিক ৪ ফুট পথ টেনেছেন তিনি।
গত বৃহস্পতিবার এ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করা হয়।
শরীরের ওপর অংশ দিয়ে ভারী বাহন টানা ক্যাটাগরিতে এ রেকর্ড গড়লেন জর্ডান। এ রেকর্ডের শর্ত ছিলি : প্রতিযোগীকে মাটিতে বসে কোমর থেকে শরীরের ওপর অংশের শক্তি দিয়ে বাহন টানা লাগবে। এ ক্ষেত্রে প্রতিযোগী তার পা দিয়ে কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে পারবেন না। এতে প্রতিযোগীকে তার পিঠ ও দুই হাতের মাংসপেশির ওপর প্রধানত নির্ভর করতে হয়।
এই অর্জনের মধ্য দিয়ে কানাডার কেভিন ফাস্টের রেকর্ড ভেঙেছেন বডিবিল্ডার জর্ডান। এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের রাস্তায় ১৩ টনের বেশি ওজনের একটি বাস টেনে রেকর্ড গড়েছিলেন কেভিন।