ঘটনাটি ভারতের। দেশটির মহারাষ্ট্র প্রদেশের ঠাণের ডোমবিভালি এলাকায় গত সপ্তাহে ঘটে এই ঘটনা।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন জানা গেছে, ১৪ তলার বারান্দা থেকে নীচে পড়ে যায় দু’বছরের শিশু। তবে পথচারী এক যুবকের তৎপরতায় তার প্রাণ বেঁচে যায়। শরীরে সামান্য কিছু আঘাত ছাড়া বড় কোনও ক্ষতি হয়নি শিশুটির। যুবকের কীর্তি ধরা পড়েছে ক্যামেরায়। সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, একটি বহুতলের ১৪তলার বারান্দায় খেলছিল শিশু। আচমকা সেখান থেকে গ্রিলের ফাঁক দিয়ে সে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে বারান্দার কাছে ঝুলছিল শিশুটি। কিন্তু বেশিক্ষণ ঝুলে থাকতে পারেনি। নীচে পড়ে যায়।
শিশুটিকে উপর থেকে পড়তে দেখে ছুটে যান পথচারী যুবক। তার নাম ভবেশ মাত্রে। তিনি শিশুটিকে লুফে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। তবে শিশুটির গায়ে হাত লাগাতে পেরেছিলেন ওই যুবক। ফলে তার গতি অনেকটাই কমে গিয়েছিল। এরপর রাস্তায় পড়লেও গুরুতর চোট লাগেনি শিশুর শরীরে। আর এতেই প্রাণে বেঁচে যায় শিশুটি।
যুবকের কীর্তি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই।
ভবেশ নিজে সংবাদমাধ্যমকে বলেছেন, “সাহস আর মানবিকতার চেয়ে বড় কোনও ধর্ম হয় না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বাচ্চাটাকে পড়ে যেতে দেখে আর এক মুহূর্তও চিন্তা করিনি। আমি জানতাম আমাকে কী করতে হবে। বাচ্চাটাকে বাঁচাতেই হবে, এটা ভাবতে ভাবতেই এগোচ্ছিলাম। ও ভাল আছে, সেটা ভেবে ভাল লাগছে।”