English

26 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
- Advertisement -

১১৫২ ফুট পরচুলা তৈরি করে বিশ্বরেকর্ড

- Advertisements -

অনেকেই প্রয়োজনে কিংবা শখে পরচুলা বা উইগ পরেন। নিজের লুক পরিবর্তনের জন্য নানান ধরনের পরাচুলা ব্যবহার করা হয়। তবে ১১৫২ ফুট ৫ ইঞ্চি পরচুলা তৈরি করে রেকর্ড গড়লেন এক নারী।

নাইজেরিয়ান উইগমেকার হেলেন উইলিয়ামস পেশায় একজন উইগমেকার। আট বছর ধরে কাজ করছেন তিনি। প্রতি সপ্তাহে ৫০ থেকে ৩০০ উইগ তৈরি করেন তিনি। পাশাপাশি প্রশিক্ষণও দিয়ে থাকেন অন্যদের উইগ তৈরি করার।

হেলেন উইলিয়ামস ৩৫১.২৮ মিটার (১,১৫২ ফুট ৫ ইঞ্চি) পরিমাপের বিশ্বের দীর্ঘতম হস্তনির্মিত পরচুলা তৈরি করেছেন। এটি তৈরি করতে হেলেনের সময় লেগেছে ১১ দিন। দুই মিলিয়ন চুল গেলেছে উইগ তৈরিতে।

বাইকের একটি হেলমেটের সঙ্গে সংযুক্ত উইগ-ক্যাপ নেট এবং কালো ফ্যাব্রিক দিয়ে আন্ডারলে তৈরি করার পরে, তিনি ১০০০ বান্ডিল চুল, ১২ টি হেয়ার স্প্রে, ৩৫ টি চুলের আঠার টিউব এবং ৬ হাজার ২৫০ টি চুলের ক্লিপ ব্যবহার করে হেয়ারপিসটি সম্পূর্ণ করেছিলেন।

হেলেনের আগে অনেকেই দীর্ঘ পরচুলা তৈরি করে রেকর্ড করেছেন। সর্বশেষ ২০২২ সালের ২২ নভেম্বর বিশ্বের সবচেয়ে প্রশস্ত পরচুলাটি ড্যানি রেনল্ডস (অস্ট্রেলিয়া তৈরি করেছিলেন এবং ২.৫৮ মিটার (৮ ফুট ৬ ইঞ্চি) প্রস্থ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন