খাঁচায় থাকা সিংহের সঙ্গে দুষ্টুমি করছেন এক ব্যক্তি। বারবার সিংহের মুখে আঙুল দিয়ে বিরক্ত করছিলেন। একপর্যায়ে ওই ব্যক্তির আঙুল কামড়ে ধরে সিংহটি। এতে চরম বেকায়দায় পড়ে যান তিনি।
ঘটনাটি ঘটেছে জ্যামাইকার একটি চিড়িয়াখানায়। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পর ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, খাঁচার ভেতরে রয়েছে সিংহ। বাইরে থেকে সিংহের মুখে আঙুল দিয়ে বিরক্ত করছেন এক ব্যক্তি। সিংহ বারবার আঙুলে কামড় দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে যুবক আঙুল খাঁচার ভেতর ঢোকাতেই তা দাঁত চেপে ধরে ফেলে সিংহটি।
আঙুল ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে থাকেন হতভম্ব ব্যক্তি। উপস্থিত ১৫ জন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি। অবশ্য প্রথমে অনেকে বিষয়টি বুঝে উঠতেই পারেনি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত লোকটি তার অনামিকা সম্পূর্ণভাবে হারিয়েছে। তা দেখে হতভম্ব হয়ে পড়েছে দর্শনার্থীরা। ঘটনাটি তদন্ত করে দেখছে জ্যামাইকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেই সঙ্গে এ নিয়ে চিড়িয়াখানায় দর্শনার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।