বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খুবই জনপ্রিয় একটি খাবার সমুচা। এতে ব্যবহৃত উপকরণগুলো সাধারণত দেশেই জন্মায়, ফলে দামও থাকে হাতের নাগালে। জায়গাভেদে সমুচার দাম দেখা যায় পাঁচ টাকা, ১০ টাকা বা ২০ টাকা। তবে বিদেশে এর দাম তুলনামূলক বেশি হবে, সেটা হয়তো স্বাভাবিক! কিন্তু তাই বলে দুটি সমুচার দাম ৮০০ টাকা?
হ্যাঁ! সম্প্রতি এমন আকাশচুম্বী দামের সমুচা পাওয়ার ঘটনা প্রকাশ করেছেন এক আমেরিকান হিন্দি ইউটিউবার। নাম ড্রিউ হিকস। এক ভিডিওতে তিনি যুক্তরাষ্ট্রে সমুচার অবিশ্বাস্য দামের তথ্য তুলে ধরেছেন।
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন হিকস। সেখানে মেন্যুকার্ডে দেখতে পান দুটি সমুচার দাম লেখা রয়েছে ৭ দশমিক ৪৯ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সমুচা দুটির দাম ৮০৩ টাকা প্রায়, মানে একেকটি সমুচা ৪০০ টাকা!
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে হিকস বলেন, ভারতে দুটি সমুচার দাম ২০ রুপি। কিন্তু এখানে দুটি সমুচার দাম ৫০০ রুপি। চলো, বিহারেই ফিরে যাই ভাই।