English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

শখের বশে ছেলেকে কাঠের ট্যাঙ্ক বানিয়ে দিলেন বাবা

- Advertisements -

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহৃত অস্ত্রের নাম ট্যাঙ্ক। যেকোনো যুদ্ধেই এই অস্ত্রটির সর্বত্র ব্যবহার দেখা যায়। এমন অবস্থার মধ্যে ট্যাঙ্ক নিয়ে পাওয়া গেলো ভিন্ন খবর। কারণ ভিয়েতনামরে এক বাবা তার ছেলেকে মাইক্রোবাস দিয়ে একটি ট্যাঙ্ক বানিয়ে দিয়েছেন। যাতে ব্যবহার করা হয়েছে কাঠ।

জানা গেছে, কাঠের এ ট্যাঙ্কটি তৈরি করতে অনেক সময়ের পাশাপাশি ব্যয় করেছেন বিপুল অর্থ। শখের বশেই একটি পুরোনো গাড়িকে সন্তানরে জন্য ট্যাঙ্কে রূপান্তর করেছেন তিনি।

কাঠের এ ট্যাঙ্কটি ফ্রান্সের ইবিআর-১০৫ মডেলের ভিত্তিতে তৈরি করা হয়েছে। যাতে মোট খরচ হয়েছে ১১ হাজার ডলার।

ডাও বলেন, ট্যাঙ্কটি চালিয়ে আমি ও আমার সন্তান অনেক আনন্দ পাই। এর সঙ্গে অস্ত্র বা যুদ্ধের কোনো সম্পর্ক নেই। এটি সাধারণ গাড়ির মতোই। শুধু মজা করে ট্যাঙ্কের আকৃতিতে রূপ দেওয়া হয়েছে।

অব্যবহৃত গাড়িটি ট্যাঙ্কে পরিণত করতে ডাও ও তার দুই সহকর্মীর তিন মাস সময় লেগেছে। এসময় গাড়িটির ইঞ্জিন ও মেঝে একইভাবে রাখা হলেও গিয়ারের জন্য জায়গা তৈরি করতে ভেতরে কিছু পরিবর্তন আনা হয়।

কাঠ দিয়ে সাজানোর সময় মিস্ত্রিদের তেমন কোনো সমস্যা হয়নি। আটটি চাকাই সঠিকভাবে ঘোরার ব্যবস্থার রাখ হয়। তবে সবচেয়ে কঠিন কাজটি ছিল অধীনস্থ চারটি চাকা নিয়ে।

ডাও ও তার ছেলে এটি উচ্চ গতিতে চালতে পারবেন না। ঘণ্টায় এটার গতি ধরা হয়েছে ২৫ কিলোমিটার বা ১৬ মাইল।
তাছাড়া উচ্চ গতিতে চালালে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন