পেটে প্রচন্ড ক্ষুধা। সামনে একটি রেস্তোরাঁ চোখে পড়তেই প্রবেশ করতে গেলেন। কিন্তু প্রবেশ করার আগেই একটা শর্তজুড়ে দেওয়া হলো আপনাকে। রেস্তোরাঁয় খাবার খেতে অবশ্যই আপনাকে একজন নারী সঙ্গীর সঙ্গে প্রবেশ করতে হবে। বিষয়টি অন্যরকম মনে হলেও এমনই এক রেস্তোরাঁর সন্ধান পাওয়া গেছে ভারতের রাজস্থানে। এই রেস্তোরাঁয় খাবার খেতে ‘লেডিজ ওনলি’ শর্ত মানতে হয়।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাজস্থানের জয়পুরে অবস্থিত এই রেস্তোরাঁর নাম গোপী পবিত্র ভোজনালয়। যদি কেউ এখানে খাবার খেতে চান তাহলে অবশ্যই নারীদের সঙ্গে প্রবেশ করতে হবে। শুধু পুরুষ এখানে প্রবেশ করতে পারবেন না।
সম্প্রতি হর্ষিতা শর্মা নামের এক নারী মাইক্রোব্লগিং সাইট টুইটারে রেস্তোরাঁয় বসে থাকার একটি ছবি পোস্ট করেন। তার মাথার উপরে থাকা এয়ার কন্ডিশনারে লেখা, ‘এখানে নারীদের সঙ্গেই পুরুষদের প্রবেশের অনুমতি রয়েছে।’ ছবির ক্যাপশনে হর্ষিতা লেখেন, ‘এ কারণেই আমাকে ডাল-রুটি খেতে রেস্তোরাঁটিতে আনা হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে হর্ষিতার এই পোস্ট নিয়ে বেশ হইচই শুরু হয়েছে। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। একজন লিখেছেন, ‘আপনি সঙ্গে গেলে আমি সুস্বাদু খাবার খেতে পারব।’ অপর একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমি তাহলে ৩০ বছরের সিঙ্গেল পুরুষ হয়ে কীভাবে যাব? এই রেস্তোরাঁ পুরুষদের অপমান করছে।’
তবে রেস্তোরাঁ মালিকদের দাবি, পুরুষদের হেয় করতে নয়, বরং নারীদের প্রতি সম্মান জানাতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।