পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক যুবক। পরে পরীক্ষা-নিরীক্ষা করে ওই যুবকের পেটের অবস্থা দেখে অবাক হয়ে যান চিকিৎসকরা। সেখানে লোহার তৈরি কিছু বস্তু দেখতে পান তারা।
পরে অস্ত্রোপচার করে ওই যুবকের পেট থেকে নখ,সুঁই,চাবি,নাটবল্টু, কয়েন বের করেন চিকিৎসকরা।
এমন ঘটনা ঘটেছে ভারতের জয়পুরে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুবকের পরিবার জানান, পেট ব্যথা হলেই সে নখ, সুঁই ও কয়েন খেতেন।
জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালের চিকিৎসক রাজেন্দ্র মান্দিয়া জানান, ৬ মে ওই যুবক তীব্র পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে এক্সরে ও সিটি স্ক্যান করালে তাঁর শরীরে লোহারবস্তুর উপস্থিতি পাওয়া যায়।
এই চিকিৎসক বলেন, বৃহদান্ত্রে লোহার বস্তুগুলো পৌঁছে যাওয়ায়, আমাদের দল ল্যাপারোস্কোপির মাধ্যমে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। যুবকটির শরীর থেকে লোহার জিনিসগুলো বের করতে তিন ঘণ্টা সময় লেগেছে।