মাত্র ১৫ মাস বয়সে কন্যা সন্তানকে হারান মার্কিন দম্পতি কাইলি এবং জেক ম্যাসি। এক বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাদের ছোট্ট সন্তান পপির। তবে মেয়েকে হারালেও তার অস্তিত্ব ধরে রাখার বিশেষ উপায় খুঁজে পেয়েছেন সন্তান-হারা এই দম্পতি। মেয়ের মৃত্যুর পর তাকে পাথরে পরিণত করে নিজেদের কাছে ধরে রাখলেন তারা। শুনতে অবিশ্বাস্য লাগছে? বাস্তবে এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের আইডাহোতে। গত বছরের এপ্রিলে মারা যায় আইডাহোর বাসিন্দা কাইলি এবং জ্যাক ম্যাসির ১৫ মাসের সন্তান পপি।
তাদের মেয়ে ‘টিবিসিডি’ নামক এক বিরল জেনেটিক রোগে আক্রান্ত হয়েছিল। পপির যখন ৯ মাস বয়সে তখন সে এই রোগে আক্রান্ত হয়। যদিও জন্মানোর সময় পপি একেবারে সুস্থ ছিলেন বলে জানিয়েছেন কাইলি। পপির যখন ৪ মাস বয়স, তখন মার্কিন দম্পতি লক্ষ্য করেন, তাদের সন্তানের দৃষ্টিশক্তি ঠিকমতো বিকশিত হচ্ছে না। তারপর তারা বেশ কয়েকজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন।
হাসপাতালে কয়েকদিন ভর্তি থাকার পর পপির মৃত্যু হয়। মেয়ের মৃত্যু হলেও তাকে ছাড়তে পারছিলেন না কাইলি ও জ্যাক ম্যাসি। তারা পপির শেষকৃত্য করলেও তার দেহাবশেষ বাড়িতে রাখতে চেয়েছিলেন। সেই সময়ে তারা একটি সংস্থার খোঁজ পান, যেখানে দেহাবশেষ থেকে সুন্দর পাথর তৈরি করা যায়। ওই সংস্থার ক্যাটলগে লেখা ছিল, ছাই থেকেও সুন্দর পাথর তৈরি করা যেতে পারে, যাকে বিভাজন পাথর বলা হয়।