করোনা মহামারির এই সময় সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বিমানে ভ্রমণের সময় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সম্প্রতি এক যাত্রী মাস্কের পরিবর্তে অন্তর্বাস পরে বিমানে চড়ে আলোচনায় এসেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মুখে অন্তর্বাস নিয়ে এসে তার সিটে বসেন সেই যাত্রী। এরপর বিমান কর্মীরা তার মাস্কের বিষয় নিয়ে আপত্তি করেন। তাদের সঙ্গে কিছুক্ষণ বাক্য বিনিময়ের পর বিমান থেকে নেমে যান তিনি।
জানা যায়, অ্যাডাম জেন নামের এই ব্যক্তি আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা। যাত্রীদের জোর করে মাস্ক পরার ব্যাপারে প্রতিবাদ করতেই নাকি এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। তার মতে, শুধু খাওয়া ও পান করা ছাড়া বাকি সময় মাস্ক পরে থাকতেই হবে— এই নিয়ম মেনে চলা কঠিন। এজন্যই তার এই প্রতিবাদ।
তবে অ্যাডাম জেন এবারই প্রথম কাজটি করেছেন তা কিন্তু নয়। এর আগে ১২ বার মুখে অন্তর্বাস পরে ভ্রমণ করেছেন তিনি। কিন্তু আগে কখনো তাকে বাধা দেওয়া হয়নি। তবে এবার আর রক্ষা হয়নি তার।