ফিলিপাইনে মাছের মুখে মানুষের দাঁত দেখতে পেয়েছেন এক নারী। যার ফলে, খাওয়ার জন্য কেনা মাছ ফেলে দিতে হয়েছে তাকে। ফিলিপাইনের বোকেলড সিটির মাছ বাজারে গিয়েছিলেন মারিয়া ক্রিস্টিনা নামে সেই নারী। বাজার থেকে বাড়ির জন্য বিভিন্ন ধরনের মাছ কেনেন তিনি। বাড়ি ফিরে মাছগুলো পরিষ্কার করতে গিয়েই এমন ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি।
মঙ্গলবার ২৯ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মারিয়া জানান, তিনি বিগহেড কার্প নামের এক ধরনের মাছ কিনেছিলেন। ওই মাছ মূলত মিঠা পানির, স্থানীয়ভাবে ইমেল্ডা নামেও পরিচিত। তবে মাছ খাওয়ার পরিকল্পনা সবটাই বৃথা গেল যখন, মারিয়া দেখলেন মাছের মধ্যে মানুষের দাঁত কপাটি।
পরে অবশ্য মহিলা বলেন, প্রথম মানুষের দাঁত ভেবে ভুল করলেও পরে তিনি বুঝতে পারেন, হুবহু মানুষের দাঁতের মতো দাঁতগুলো আদতে ইমেল্ডারই। মাছের মুখের সাথেই লেগেছিল দাঁতগুলো। মাছের দাঁতগুলো দেখে মাছ খাওয়ার ইচ্ছেই চলে গিয়েছিল মারিয়ার। মারিয়া গোটা ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন।