আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস উদযাপনকে কটাক্ষ করে দুটি কুকুরের বিয়ে দিয়েছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু মুন্নানি’। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গায়।
সংগঠনটির দাবি, ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকারা জনসমক্ষে ‘নোংরামি’ করে।
ফলে এর বিরোধিতা করতেই তারা এমন প্রতিবাদ করছেন। তারা বলছেন, ভ্যালেন্টাইনস্ ডে হিন্দু সংস্কৃতির পরিপন্থী! প্রতিবাদস্বরূপ সোমবার ‘হিন্দু মুন্নানি’র কর্মীরা দু’টি কুকুর এনে তাদের কাপড় ও মালা পরিয়ে দেয়। সেই কাপড় দিয়ে গাঁটছড়া বেঁধে কুকুর দু’টির বিয়ে দেওয়া হয়।
এর আগের বছরগুলোতেও বিশ্ব ভালোবাসা দিবসের বিরোধিতা করে বিভিন্ন উপায়ে বিক্ষোভ দেখিয়েছে এই সংগঠন।