দীর্ঘ পাঁচ বছরের প্রেম। কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিলেন না প্রেমিক। অনেক অনুরোধের পর অবশেষে বিয়ে করতে রাজি হন তিনি। কিন্তু নির্ধারিত দিনে আর দেখা মেলেনি যুবকের। এতে ক্ষুব্ধ হয়ে প্রেমিককে বাসায় ডেকে কৌশলে তার গোপনাঙ্গ কেটে দিয়েছেন প্রেমিকা। গত সোমবার (১ জুলাই) ভারতের বিহারে ঘটেছে এই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, অভিযুক্ত তরুণী পেশায় চিকিৎসক। আর তার প্রেমিক সরান জেলার মাধৌরা ব্লকের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
তরুণীর দাবি, তাদের মধ্যে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু প্রেমিক কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। অনেক চেষ্টার পর তাকে বিয়েতে রাজি করান প্রেমিকা। কথা ছিল, আদালতে গিয়ে বিয়ে (কোর্ট ম্যারেজ) করবেন তারা।