বাঘের কান কামড়ে ধরেছে একটি কুকুর। বাঘটি প্রাণপনে তা ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু পেরে উঠছে না। এমন দৃশ্য মেনে নেওয়া যায় না। কিন্তু সেই ঘটনাই বাস্তবে ঘটেছে। ভাইরাল হয়েছে ভিডিও। ওই ভিডিওতে আরও দেখা গেছে, ঘটনার নীরব দর্শক পশুরাজ সিংহকেও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি ‘অ্যানিম্যালস পাওয়ার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিও দেখে চমকে গেছেন অনেকেই।
কয়েক সেকেন্ড ওই ভিডিওতে দেখা গেছে, একটি ‘গোল্ডেন রিট্রিভার’ প্রজাতির কুকুর বাঘের কানে কামড়ে ধরেছে। দিশাহারা বাঘটি প্রাণপণে কুকুরের হামলা থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু পেরে উঠছে না। এমনকি, থাবা মেরে কুকুরটিকে হটানোর চেষ্টা করতে দেখা যায় বাঘটিকে। বাঘ ও কুকুরের এই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে পশুরাজ সিংহকেও। যদিও নির্বিকার চিত্তে বসেছিল সে।