English

26 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

প্রেমিক চেয়ে তরুণীর পোস্ট, ৩ হাজার আবেদন

- Advertisements -

প্রেমিক হতে গেলে এবার পূরণ করতে হবে আবেদন ফরম। যেন কোনো চাকরির আবেদন করছেন। কিন্তু তারপরও চেষ্টার কমতি নেই যেন। ডাচ মডেলের প্রেমিক হতে আবেদন করেছেন ৩ হাজারেরও বেশি মানুষ।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রেমিক চেয়ে একটি পোস্ট করেন মডেল ভেরা ডিকসম্যান। মুহূর্তেই যেন সেই সুযোগে ঝাপিয়ে পড়েন সবাই। আলোচিত এই মডেলের প্রেমিক হতে আবেদনপত্র জমা দিয়েছেন ৩ হাজার জন।

মাসে ৩ লাখ ৬০ হাজার ডলার আয় করেন এই মডেল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি টাকা। ভেরা বলেন, তিনি এখনও সিঙ্গেল। তাই প্রেম করতে চান। ২৩ বছর বয়সী এই মডেল একটি আবেদনপত্রও তৈরি করেছেন। টিকটকে সেই আবেদনপত্র শেয়ার করেন তিনি।

আবেদনপত্রটি দেখলে মনে হবে যেন কোনো চাকরির আবেদন করা হচ্ছে। অনেকগুলো ক্রাইটেরিয়া ও তথ্য পূরণ করতে হচ্ছে আবেদন করতে। কিন্তু তারপরও ক্লান্তি নেই। ২৪ ঘণ্টায় ৩ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন ভেরা নিজেই।

ভেরা বলেন, এভাবে আবেদনপত্রের মাধ্যমে প্রেমিক নির্বাচনকে অনেকে অদ্ভূত মনে করছেন। কিন্তু আমি ইতিবাচকভাবেই সবগুলো দেখছি।

লন্ডনে বসবাস করা এই মডেল বলেন, ২০২৩ সালে এসে ডেটে যাওয়া কঠিন হয়ে গেছে। আমি জানতে চাই ডেট এ যাওয়ার জন্য কে উত্তম। আমার ইনবক্সে প্রচুর মেসেজ আসে। তাই সঠিক সংখ্যা বলতেও পরছি না। তবে ২৪ ঘণ্টায় ৩ হাজারের মতো আবেদন পেয়েছি আমি।

অ্যাপলিকেশনের স্ক্রিনশটে দেখা যায়, আবেদনকারীর নাম, বয়স, বাড়ি কোথায় তা জানতে চাওয়া হয়েছে। তাদের কতজন সাবেক প্রেমিকা আছে সেটিও লিখতে হবে আবেদনপত্রে। এ ছাড় প্রার্থী ফুলটাইম চাকরি করেন কি না, গাড়ি আছে কি না এমন প্রশ্নও রয়েছে।

এ ছাড়া কিছু মজার প্রশ্নও ছিল। যেমন কার্টুন দেখতে পছন্দ করেন কি না তাও জানতে চাওয়া হয়েছে। ভেরা বলেন, তিনি সঙ্গীর ভেতরে ভালো গুণ চান।

তিনি বলেন, আমি সিরিয়াস। আমি সেটেল হতে চাই। তবে আমার সঙ্গীর হতে হবে মজার, সে যেন মিউজিক পছন্দ করে। ভালো আয়ের পাশাপাশি সে যেন লয়্যাল থাকে এবং কার্টুন দেখতে ভালোবাসে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন