English

23.1 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

প্রতি শনিবার সাপের ছোবল খান তিনি, অবাক চিকিৎসকেরা

- Advertisements -

প্রতি শনিবার সাপ ছোবল দেয় তাঁকে। এর পর যথারীতি চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। এমন ঘটনায় অবাক হয়েছেন চিকিৎসকেরাও। বলা হচ্ছিল, ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর জেলার বিকাশ দুবে নামের এক ব্যক্তির কথা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত ৪০ দিনে সাত বার সাপের ছোবল খেয়েছেন বিকাশ। আর এসব ঘটনা ঘটে শনিবার।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা রাজীব নয়ন গিরি জানান, ভুক্তভোগী বিকাশ কর্তৃপক্ষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। তবে প্রতি শনিবার ওই ব্যক্তির সাপের ছোবল খাওয়ার ঘটনায় অবাক হয়েছেন তিনি।

এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘আমাদের এখন খুঁজে বের করতে হবে যে আসলেই ওই ব্যক্তিকে সাপ ছোবল দিচ্ছে কি না । যেসব চিকিৎসক তাঁকে চিকিৎসা দিচ্ছেন তাঁদের দক্ষতাও আমাদের দেখতে হবে। প্রতি শনিবারই একজন ব্যক্তিকে একটি সাপ দংশন করছে এবং সেই ব্যক্তিকে একই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আবার এক দিনেই ঠিক হয়ে যাচ্ছে। বিষয়টি অদ্ভুত।’

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান নয়ন গিরি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন