English

19 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

প্যান্ট, চেইন খুললেই স্ত্রীর ফোনে যাবে নোটিফিকেশন!

- Advertisements -

প্রতিদিন নতুন নতুন করে কত কিছু আবিষ্কারের কথাই না শোনা যায়, যেমন স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ আরও কত কিছু। কিন্তু কখনো কি স্মার্ট প্যান্টের আবিষ্কারের কথা শুনেছেন? শুনতে অবাক লাগলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্মার্ট প্যান্টের কথা। যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে, স্মার্ট প্যান্টের চেইন খুললেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে। অর্থাৎ, প্যান্টের সঙ্গে যদি কোনো ফোনের সংযোগ থাকে, তাহলে প্যান্টের চেইন খোলার সঙ্গে সঙ্গে সেই ফোনে পৌঁছে যাবে নোটিফিকেশন।

সম্প্রতি গাই ডুপন্ট নামের একজন ব্যবহারকারী টুইটারে এই স্মার্ট প্যান্টের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, প্যান্টের চেইন খোলা মাত্রই ওই ব্যক্তি হাতে থাকা ফোনে একটি পুশ নোটিফিকেশন পান। যা মূলত একজন বন্ধুর জন্য তৈরি করেছেন তিনি।

টুইটে তিনি জানান, বন্ধুর অনুরোধে এই স্মার্ট প্যান্টগুলো তৈরি করেছেন তিনি। তার বন্ধু এমনই প্যান্ট চেয়েছিলেন, যার চেইন খোলামাত্র এর সময় জানতে পারবেন তিনি।

যেভাবে কাজ করে স্মার্ট প্যান্ট-

ডুপন্ট ইফেক্ট সেন্সরসহ এক জোড়া জিন্সের সঙ্গে কয়েকটি সুরক্ষা পিন সংযোগ করেছেন। আর চেইনের সঙ্গে কানেক্ট করেছেন একটি শক্তিশালী চুম্বক। এ প্রক্রিয়ায় কিছু তারেরও প্রয়োজন হয়েছে। যা ইএসপি-৩২ এর সঙ্গে সংযোগ করা হয়েছে।

এ কারণে প্যান্টের চেইন খোলা হলে ইফেক্ট সেন্সর কয়েক সেকেন্ডের জন্য চালু হয়। এরপরই ফোনে একটি নোটিফিকেশন চলে যায়। ফলে কখন চেইন খোলা হচ্ছে এবং কতক্ষণের জন্য খোলা থাকছে-এই সব তথ্য থেকে যায় সংযোগ করা ফোনে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন