English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

পোষা মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির নারী!

- Advertisements -

নিজের পোষা মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির হলেন এক নারী। তার দাবি, প্রতিবেশীদের কুনজরে পড়েছে তার মোরগ। ফলে মোরগটি হুমকির মুখে। যে কোনো সময় করা হতে পারে চুরি। তাই তিনি থানায় নালিশ জানাতে বাধ্য হয়েছেন।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের রাইপুরের রতনপুর থানা এলাকার। মোরগের মালিক জানকী বাঈ বিজ্ঝর। তার অভিযোগ, পাশের বাড়ির বুগল এবং দুর্গার মোরগটির ওপর নজর পড়েছে।

তারা মোরগটি জবাই করে মাংস খাওয়ার ধান্দা করছে। এর মধ্যে একবার সেটি চুরিও করে নিয়েছিল তারা। পরে ঝগড়া, হাতাহাতি করে মোরগটিকে ফেরত আনা হয়। ফলে মোরগের নিরাপত্তার জন্য তাকে থানায় আসতে হলো।

রতনপুর থানার পুলিশ জানায়, দুপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। ঝামেলা না মিটলে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন