বাড়ির অমতে নিজের পছন্দের পাত্রীকে বিয়ে করেছিলেন ছেলে। এতে রেগে গিয়ে মালাবদলের সময় ছেলেকে জুতো খুলে মারলেন মা! ভারতের উত্তরপ্রদেশের হামিরপুর জেলার এ ঘটনা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
জানা গেছে, ঘটনাটি গত ৩ জুলাই হামিরপুরের সুমেরপুর গ্রামের এক বিয়ের আসরের। এর আগে আদালতে গিয়ে রেজিস্ট্রি করে ঘর বেঁধেছিলেন উত্তরপ্রদেশের ওই যুবক। পরে পাত্রীর বাবার ইচ্ছায় ধুমধাম করে বিয়ে উদ্যাপন করতে গিয়েই ঘটে বিপত্তি। যদিও বিয়েতে ছেলের পরিবারকে আমন্ত্রণ জানানো না হলেও বিনা আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হন পাত্রের মা।
ভিডিওতে দেখা যায়, মালাবদলের সময় ভিড় ঠেলে অনুষ্ঠানমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন ওই নারী। হঠাৎই নিজের জুতো খুলে তা দিয়ে পাত্রের মাথায় মারতে শুরু করেন। তাকে থামাতে ছুটে আসেন অতিথিরা।