সম্প্রতি যুক্তরাষ্ট্রে বানর নির্যাতনের একটি ভিডিও শেয়ার করে গ্রেপ্তার হয়েছেন নিকোল ড্যানিয়েল ডেভিলবিস (৩৫) নামের এক নারী। গত ৩১ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিকোল একটি সামাজিক মাধ্যমের গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন যেখানে বিভিন্ন প্রাণীদের পুড়িয়ে, ডুবিয়ে, শ্বাসরোধসহ বিভিন্নভাবে অত্যাচার করে বিনোদনের জন্য ভিডিও তৈরি করা হয়। সবশেষ, তিনি ওই গ্রুপে বানর নির্যাতনের ভিডিও শেয়ার করেছিলেন।
এছাড়াও তিনি একটি টেলিগ্রাম গ্রুপ নিয়ন্ত্রণ করতেন যেখানে প্রাণী নির্যাতনসহ বিভিন্ন অস্বাভাবিক ভিডিও ছড়িয়ে দেওয়া হত। এঘটনায় নিকোলের ৫ বছরের জেল হতে পারে।
নিকোল পুলিশকে বলেন, নিরীহ পশু পাখির ওপর হওয়া নির্যাতনের দৃশ্য দেখে তিনি রোমাঞ্চিত হন।