মূল্যবাণ সনদ কিংবা প্রিয়জনকে খুঁজে পেতে পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি প্রায়ই দেখা যায়। কিন্তু কেউ যদি নিজের হারিয়ে যাওয়া মৃত্যুসনদ খুঁজে পেতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় তাহলে ব্যাপারটি কেমন হবে? এবার এমন ঘটনাই ঘটেছে ভারতের আসাম রাজ্যে। এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, আগস্ট মাসে আসামের স্থানীয় এক পত্রিকায় এ রকম একটি বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। বিজ্ঞপ্তির ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
ভারতের পুলিশ কর্মকর্তা রূপিন শর্মা সেই বিজ্ঞপ্তির ছবি টুইটারে পোস্ট করেছেন। যেখানে একজন ব্যক্তি দাবি করেছেন, তিনি তার নিজের মৃত্যসনদ হারিয়ে ফেলেছেন। রূপিন তার পোস্টে হাস্যকরভাবে লিখেছেন, ‘এটি শুধুমাত্র ভারতেই ঘটে। ‘
বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘আমি ০৭/০৯/২২ তারিখে সকাল ১০টার দিকে আসামের লুমডিং বাজারে আমার মৃত্যুসনদ হারিয়েছি। ‘ হারানো সনদের নিবন্ধন নম্বরও উল্লেখ করা ছিল সেখানে। বিজ্ঞপ্তিটি দিয়েছেন রঞ্জিত কুমার চক্রবর্তী।
টুইটারে পোস্ট করার পর ইন্টারনেটে এটি ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনরা বেশ অবাক হয়ে নানা রকম মন্তব্য করছে।
একজন লিখেছেন, ‘সনদটি পাওয়া গেলে কোথায় পৌঁছে দিতে হবে, স্বর্গ নাকি নরকে?’
আরেকজন লিখেছেন, ‘কেউ তার নিজের মৃত্যুসনদ হারিয়ে ফেলেছে। যদি কেউ খুঁজে পান, দয়া করে ফিরিয়ে দিন। এটি খুব জরুরী। নাহলে ভূত রেগে যেতে পারে। ‘