এবার দাঁত দিয়ে ট্রেন টেনে সবাইকে চমকে দিলেন মিশরের কুস্তিগীর আশরাফ মাহরুস। ট্রেনের বেশ কয়েকটি বগি একসঙ্গে লাগানোর পর ওজন হয়েছিল প্রায় ২৭৯ টন। আর সেই ট্রেন মাহরুস টেনে নিয়ে গেলেন সবাইকে অবাক করে।
কাবোঙ্গা নামেও মিশরে বেশ পরিচিত এই কুস্তিগীর।
কায়রোর রামসেস রেলস্টেশনে আশরাফের ট্রেন টেনে নিয়ে যাওয়া দেখতে বিপুলসংখ্যক মানুষ হাজির হন। আশরাফ দাঁত দিয়ে ট্রেনটি ১০ মিটার টেনে নিয়ে যান।
এরপর আশরাফ নিজের বাহু দিয়ে ট্রেনটি টেনে নিয়ে যেমন নিজের কৃতিত্বকে আরও বেশি করে ফুটিয়ে তোলেন, তেমনি উপস্থিত মানুষও তাঁর এমন বিস্ময়কর কাজ উপভোগ করেন।
৪০ বছর বয়সী আশরাফ কুস্তিগীরদের সংগঠন ইজিপশিয়ান ফেডারেশন ফর প্রফেশনাল রেসলার্সের প্রেসিডেন্ট।