অস্ট্রেলিয়ায় এক মহিলা ১০ হাজার ক্রিস্পি ক্রেম ডোনাট ভর্তি একটি ডেলিভারি ভ্যান চুরি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যে মহিলা ১০ হাজার ডোনাট ভর্তি একটি ডেলিভারি ভ্যান চুরি করে তাকে পুলিশ গ্রেফতার করেছে।
এ বিষয়ে অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, সিডনির শহরতলিতে একটি পেট্রোল পাম্পে একটি ডেলিভারি ভ্যান থামলে ২৮ বছর বয়সী এক নারী সেখানে প্রবেশ করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, সিসিটিভি ফুটেজের সাহায্যে এক সপ্তাহ পর একটি পার্কে ভ্যানটি পাওয়া গেলেও ভ্যানে থাকা হাজার হাজার ডোনাট নষ্ট হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, মহিলাটির জামিন আবেদন নাকচ করা হয়েছে এবং তিনি গাড়ি চুরি ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগের মুখোমুখি হচ্ছেন। সূত্র : জং নিউজ।