ট্রাকের তলায় চাপা পড়েও অক্ষত অবস্থায় ফিরেছেন এক নারী। এমন অলৌকিক ঘটনা ধরা পড়েছে একটি সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাডু প্রদেশের তিরুচেনগোড় এলাকায়। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
সিসিটিভির ৫৪ সেকেন্ডের একটি ভিডিওতে ওই ঘটনাটি সম্পূর্ণ ফুটে উঠেছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর রীতিমত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। যা দেখে অনেকেই বিশ্বাস করতে পারছে না যে ট্রাকের নিচে চাপা পড়েও কীভাবে অক্ষত আছেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, বাসস্ট্যান্ডের দিকে এগোনোর সময় রাস্তা পার হচ্ছিলেন ওই মহিলা। হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখা যায় তাকে। আর তখনই চলে আসে একটি হলুদ রঙের ট্রাক। বাঁক নেওয়ার মুখে সেই ট্রাক সোজা এসে তাকে চাপা দেয়।
এরপর ট্রাকটি চলে গেলে দেখা যায় কিছুই হয়নি ওই মহিলার। তবে উঠে বসলেও দাঁড়াতে পারছিলেন না তিনি। তাকে ইশারায় সাহায্যও চাইতে দেখা যায়। ভিডিওটির একেবারে শেষে এক ব্যক্তিকে দৌড়ে এসে ওই মহিলাকে তুলে ধরার চেষ্টা করতেও দেখা যায়।
পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী হয়ে যায় সিসিটিভিতে। পরে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এদিকে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটিকে চিহ্নিত করেছে। গ্রেফতার হয়েছেন ট্রাক চালক।
ভিডিওটি দেখতে এখানে ক্লক করুন।
Elderly #Indian woman run over by truck miraculously escapes unscathed pic.twitter.com/AFGq2uYf3e
— CGTN (@CGTNOfficial) December 6, 2020