ভারতের দিল্লিতে মদের দোকানে ভিড় দেখে মনেই হচ্ছে না করোনা আক্রান্তে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে দেশটি। মদের দোকানের বেপরোয়া লাইনে সামাজিক দূরত্ব ও মাস্ক না পরে লকডাউনের সাতদিন ‘ওষুধ নয় মদ চাই’-এই কথাটির সত্যতা প্রমাণ দিয়েছেন তারা।
দিল্লিতে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, ‘সোমবার (১৯ এপ্রিল) রাত ১০ থেকে পরের সোমবার সকাল ৫টা পর্যন্ত লকডাউন থাকবে দিল্লিতে। কিন্তু এই সময়ের মধ্যে চিকিৎসা এবং খাদ্য সংক্রান্ত জরুরি পরিষেবা চালু থাকবে।’
দিল্লির খান মার্কেট, গোলে মার্কেটের মতো এলাকায় দেখা যায়, একের পর এক মদের দোকানের সামনে কয়েকশ ক্রেতার ভিড়। ক্রেতাদের করোনা বিধি ভেঙে মদ কেনার লম্বা লাইনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মদ কিনতে আসা এক নারী সাংবাদিকদের বলেন, ‘৩৫ বছর ধরে মদ খাচ্ছি। ওষুধের প্রয়োজন হয় না। টিকায় কিছু লাভ হবে না। মদেই যা লাভ হওয়ার হবে।’ ক্যামেরার সামনে করা সেই মন্তব্য এখন ভারতে ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন