এক মিনিটে জিহ্বা ব্যবহার করে ৫৭টি বৈদ্যুতিক ফ্যান থামিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন ভারতের তেলেঙ্গানার ক্রান্তি কুমার পানিকর। শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গিনেস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ক্রান্তি কুমার পানিকরের অসাধারণ এই কীর্তির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, সারি দিয়ে দাঁড় করানো অনেকগুলো ফ্যানের সামনে দাঁড়িয়ে রয়েছেন ক্রান্তি।
এর পরেই জিহ্বা দিয়ে দ্রুত গতিতে ঘুরতে থাকা ফ্যান নিখুঁতভাবে থামিয়ে দিচ্ছেন তিনি। একে একে মোট ৫৭টি।
মাত্র এক মিনিটের মধ্যে ৫৭টি চলন্ত বৈদ্যুতিক পাখা জিহ্বা দিয়ে বন্ধ করে দেয়ার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। যা দেখে নেটিজেনদের প্রশ্ন, জিহ্বা নাকি লোহা?