চিতাবাঘের লেজ ধরে টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি চিতাবাঘটির পা এবং লেজ ধরে টানছে। এ সময় আশপাশে অনেক মানুষ ভিডিও ধারণ করতে থাকায় চিতাবাঘটি তার হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। ভিডিওর সাথের বার্তায় চিতাবাঘটি মারা গেছে বলে জানানো হয়।
২০ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছিলেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস অফিসার পারভিন কাসওয়ান। তবে ভিডিওটি কোন জায়গা থেকে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পোস্ট করার পর থেকে ভিডিওটি এখন পর্যন্ত ৭৩ হাজার বার দেখা হয়েছে।
চিতাবাঘের সাথে লোকটির এমন আচরণ দেখে মানুষ আতঙ্কিত হয়ে ক্ষোভ প্রকাশ করেছে। লোকটিকে উদ্দেশ করে টুইটাইরে এক ব্যক্তি লিখেছেন, ‘পশুরাও টি-শার্ট পরতে শুরু করেছে। ’
অন্য এক ব্যক্তি লিখেছেন, ‘আমি নিশ্চিত চিতাবাঘটি অবশ্যই আহত কিংবা বৃদ্ধ ছিল। না হলে ঘটনা অন্য রকম হতো। ’
সবাই পশুদের প্রতি এমন আচরণ না করার আহ্বান জানিয়েছেন। সেই সাথে ভিডিওতে দেখা লোকটির অবশ্যই শাস্তি হওয়া উচিত বলে সবাই মতামত দিয়েছেন।
Identify the animal here !! pic.twitter.com/MzAUCYtBOM
— Parveen Kaswan (@ParveenKaswan) August 17, 2022