একজন নারীর উপর দিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে ট্রেন। ট্রেন চলে যেতেই দেখা যায়, ওই নারী রেললাইনে শুয়ে থাকা অবস্থা থেকে উঠে বসলেন। তবে তখনো তিনি মোবাইলে কথা বলা বন্ধ করেননি।
ওই ঘটনার ভিডিও টুইটারে পোস্ট হওয়ার পর ভাইরাল হয়ে গেছে। ভারতের আইপিএস কর্মকর্তা দীপাংসু কবরা ১২ এপ্রিল ভিডিওটি পোস্ট করেছেন। এক লাখের বেশি মানুষ সেই ভিডিওটি দেখেছেন।
ভিডিও পোস্ট করার সময় দীপাংসু ক্যাপশনে লিখেছেন, মোবাইলে গল্প করা বেশি গুরুত্বপূর্ণ।
ভারতের একটি ট্রেন স্টেশনে ওই নারীর উপর দিয়ে মালবাহী ট্রেন চলে গেছে। ট্রেন গায়ের উপর দিয়ে চলে যাওয়ার সময় রেললাইনে শুয়ে পড়েছিলেন ওই নারী। ট্রেন চলে যাওয়ার বাতাসে সেই নারীর হিজাবে চোখমুখ ঢেকে গিয়েছিল। ট্রেন চলে যেতেই উঠে বসেন তিনি। রেললাইনে বসে থেকেই তিনি মোবাইলে কথা বলতে থাকেন। এ সময় ভিডিওকারীকে হিন্দিতে কথা বলতে শোনা যায়।
এমন ভঙ্গিতে ওই নারী কথা বলতে থাকেন যে, সেখানে যেন কিছুই ঘটেনি। যে ব্যক্তি ভিডিওটি ধারণ করেছেন, রেললাইন থেকে উঠে ওই দিকেই হেঁটে গেছেন তিনি।
টুইটার ব্যবহারকারীদের অনেকেই ভিডিওটি ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করেছেন। ওই নারীকে আটকের দাবিও উঠেছে।
ভিডিওটি দেখতে পারেন …
फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी है 🤦🏻♂️ pic.twitter.com/H4ejmzyVak
— Dipanshu Kabra (@ipskabra) April 12, 2022