‘জলে কুমির, ডাঙায় বাঘ’, এমন প্রবাদ আমরা হরহামেশাই শুনে থাকি। মূলত বাঘ ও কুমিরের হিংস্রতা প্রকাশ করে এ প্রবাদ। তবে এ হিংস্র প্রাণীই এবার ঘটালো অবাক করা এক কাণ্ড। পানিতে পড়ে যাওয়া এক কুকুরের প্রাণ বাঁচাল তিন কুমির।
ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ তুলে ধরেছে অসাধারণ এ ঘটনা। তাদের প্রতিবেদন বলছে, সাবিত্রী নদীর কাছে বেশ কয়েকটি বন্য কুকুর ধাওয়া করছিল আরেকটি কুকুরকে। জীবন বাঁচাতে অসহায় কুকুরটি একপর্যায়ে নদীতে নেমে যায়। কিন্তু তখনো এটি দেখেনি, কাছেই তিনটি কুমির ছিল। এরপরই অসহায় কুকুরটিকে মুখ দিয়ে ঠেলে নদীর পাড়ে তুলে দেয় কুমিরগুলো।
কুমিরের মতো হিংস্র প্রাণীর এ ধরনের আচরণ সাধারণত দেখা যায় না। বরং পুরোপুরি উল্টো হওয়াটাই স্বাভাবিক ছিল।
ভারতের ওয়াল্ডলাইফ ইনস্টিটিউটের তথ্যমতে, সাহায্যকারী নিরীহ ওই পুরুষ কুমিরগুলো সাধারণত লম্বায় ১১ ফুট ও এক হাজার পাউন্ড ওজনের হয়ে থাকে। গবেষকদের মতে, এগুলোর আবেগ-অনুভূতি রয়েছে।